সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দক্ষিণ কেরানীগঞ্জে বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা নিহত একই পরিবারের চারজনের মধ্যে তিনজনকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের নন্দনকোনা গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে মা আমেনা আক্তার, তার দুই মেয়ে ইসরাত জাহান ইমু ও রিহারকে আমেনা আক্তারের বাবার বাড়ির সামাজিক কবরস্থানে দাফন করা হয়। আর আমেনা বেগেমের নাতি শিশু আয়েজকে তাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় প্রাইভেটকারে থাকা আয়েজের মা অনামিকা ও বাবা নূর আলম সোহান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এসময় আয়েজের ফুফু ও গাড়ির চালককেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বেপরোয়া যাত্রীবাহী বেপারী পরিবহনের বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শিশু আব্দুল্লাহ নিহত হয়েছে। আর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে শুক্রবার সন্ধ্যায় মারা গেছেন আব্দুল্লার মা রেশমা বেগম।
আমেনা আক্তারের স্বামী ইকবাল হোসেন জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জে তার ভায়রার মৃত্যর চার দিনের মিলাদের আয়োজনে যাচ্ছিলেন তার পরিবারের সদস্যরা। দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর এক সদস্যের ফোনে এতো বড় দুঃসবাদটি পায়।
এদিকে রেশমার বাবা মালেক ফকির জানান, রেশমা মগবাজারের বাসান থেকে স্বামী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে চড়ে আমার ছোট মেয়ের বিয়েতে অংশ নিতে মাদারীপুরের উদ্দেশে রওনা দিচ্ছিলো। এখন মেয়ে ও নাতীর মরদেহ নিয়ে মাদারীপুরে যাচ্ছেন তারা।
আরএ