সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাঙামাটির বরকল উপজেলায় ভারতীয় ২ নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্পিডবোট যোগে রাঙামাটি আসার পথে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সুরেশ চাকমা (৩৯) ও অরং খান চাকমা। তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৬৮ হাজার ১০০ টাকা পাওয়া যায়।
জানা যায়, স্পিডবোট যোগে ৬ যাত্রী রাঙামাটি আসার পথে বরকলে বিজিবির চেকপোস্টে নিয়মিত চেকআপের সময় ভারতীয় ২ নাগরিককে আটক করা হয়। আটকদের বরকল বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানা যায়।
বরকল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল আউয়াল বলেন, বরকল বিজিবি চেকপোস্টে নিয়মিত চেকআপের সময় ভারতীয় ২ নাগরিককে আটকের খবর পেয়েছি। বিজিবি আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে পুলিশের কাছে হস্তান্তর করবে।
অ