রাঙ্গামাটির বরকল উপজেলার দুর্গম চান্দবিঘাট গ্রামে তীব্র জ্বর, রক্তবমি ও পেটব্যথাসহ বিভিন্ন উপসর্গে জানুয়ারি থেকে চলতি মার্চ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া কমপক্ষে ১০ জন এসব উপসর্গে আক্রান্ত হয়েছে। ফলে রোগটি নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।