সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কর্ভাভ্যানের চাপায় ঝর্ণা বেগম (৪০) নামের ব্যাটারী চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও ৩ যাত্রী আহত হয়েছেন।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ঝর্ণা বেগম উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নয়াপাড়া গ্রামের আব্বাস আলীর স্ত্রী।
আহতরা হলেন, একই গ্রামের মৃত মাসিম খন্দকারের পুত্র আব্দুল খালেক (৪৫), গেল্লা মিয়ার পুত্র দুলু মিয়া (৫০) ও জাহিদ মিয়া। এদেরকে গুরুতর অবস্থায় বগুড়া শজীমেক হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে একটি যাত্রীবাহি ব্যাটারী চালিত রিক্সাভ্যান যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ শহরের দিকে আসছিল। পথে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় হঠাৎ ভ্যানটির এক্সেল ভেঙে গেলে যাত্রীরা সকলেই সড়কের ওপর ছিটকে পড়ে।
এসময় পিছন দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি কভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ঝর্ণা বেগম নামের এক নারী নিহত ও অন্যরা আহত হয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার পর দ্রুত পালিয়ে যায় কভার্ডভ্যাটি। নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এফএইচ