সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেত্রকোনার কলমাকান্দায় বাসে তল্লাশি করে ফেনসিডিল ও গাঁজাসহ ২ যুবককে আটক করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ৪৩ বোতল ফেনসিডিল ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের বাহাদুরকান্দা এলাকা থেকে তাদের আটক করা হয়। নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটকরা হলেন- সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কালাঘর গ্রামের মো. শাহাদাত আলীর ছেলে আলমগীর হোসেন (২২) ও একই গ্রামের দক্ষিণপাড়ার মৃত আব্দুল আলীর ছেলে মোহাম্মদ আলী (২৩)।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের বাহাদুরকান্দায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিলেন মেজর নাজমুজ সাকিবের নেতৃত্বাধীন যৌথবাহিনী। এসময় কলমাকান্দা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। বাসে লুকানো ৪৩ বোতল ফেনসিডিল ও ১০ গ্রাম গাঁজা পাওয়ার পর সংশ্লিষ্ট ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে। আগামীকাল (শনিবার) সকালে তাদের আদালতে পাঠানো হবে।
অ