সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধা জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর থানায় একিটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে। পুলিশ বলছে, বাসটি উদ্ধারসহ চোর চক্রকে আটকের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোররাতে কেন্দ্রীয় বাস টার্মিনালে এ চুরির ঘটনা ঘটেছে। ঢাকা মেট্রো-১৪-৬৪৩০ সিরিয়ালের হানিফ পরিবহনের বাসটি গাইবান্ধা থেকে ঢাকায় চলাচল করত।
বাসটি চুরির ঘটনায় হানিফ পরিবহনের গাইবান্ধার ম্যানেজার রাশেদ মিয়া বৃহস্পতিবার সকালেই সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি জানান, বুধবার রাতে টার্মিনালে রাখা বাসটির দরজা ও জানালা লক করা ছিল। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৭টায় বাসটি গাইবান্ধা থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে চালক ও হেলপার টার্মিনালে এসে দেখে বাসটি নাই। ধারণা করা হচ্ছে, ভোররাতে জানালা ভেঙে ভেতরে ঢুকে বাসটি চুরি করে নিয়ে গেছে চোরচক্র।
তিনি বলেন, বাস চুরির ঘটনাটি রহস্যজনক। এরআগে টার্মিনাল থেকে বাস চুরির এমন ঘটনা ঘটেনি। বাসটি চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের শক্তিশালী সিন্ডিকেট জড়িত। এছাড়া ঘটনার সঙ্গে আমাদের কোন স্টাফ ও টার্মিনালের দায়িত্ব কেউ না কেউ জড়িত আছে। আমরা বাসটি উদ্ধারে বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছি। ইতোমধ্যে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় বাসটি রাখার একটি তথ্য জেনেছি।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, বাস চুরির ঘটনায় থানায় জিডি হয়েছে। আমরা বাসটি উদ্ধার ও চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এফএইচ