সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের কোয়ার্টারের কুমার ভবনের দ্বিতীয় তলায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনার পাঁচদিন পেরিয়ে গেলেও উদ্ঘাটন হয়নি ঘটনা। তবে পুলিশের দাবি ওই এলাকার সিসি ক্যামেরা নষ্ট থাকায় চুরির ঘটনা উদ্ঘাটন করতে বেগ পেতে হচ্ছে। অচিরেই চুরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন সালথা থানা পুলিশ।
রোববার (২৯ ডিসেম্বর) ঘটনার পাঁচদিন পেরিয়ে গেলেও এখনও চুরির ঘটনা উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এর আগে গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের জিয়াউর রহমান ও সালথা থানা পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামের বাসায় এ চুরির ঘটনা ঘটে।
ভবনের অন্যান্য বাসিন্দারা জানান, তারা অপরিচিত তেমন কাউকে ভবনের প্রবেশ করতে বা ঘোরাঘুরি করতে দেখেনি। তবে তৃতীয় তলার দুটি ফ্ল্যাটের একটিতে চোরেরা বাইরে থেকে লক করে রাখে। অফিস টাইম হওয়ায় প্রায় সব পুরুষ ভবনের বাইরে অবস্থান করছিল। চতুর্থ তলায় একটি পরিবার, তৃতীয় তলায় দুটি পরিবার, দ্বিতীয় তলা ফাঁকা এবং নিচতলায় একটি পরিবারের সদস্যরা অবস্থা করছিল। নিচতলায় কয়েকজন ব্যাচেলার থাকলেও তারা বাইরে ছিল।
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তা ও ভুক্তভোগী জিয়াউর রহমান বলেন, ঘটনার দিন বেলা ১১টার দিকে বাসা থেকে বের হই। পরে ১টার দিকে ফিরে এসে দেখি বাসার তালা ভাঙা ও বাসার ভেতরের জিনিসপত্র সব এলোমেলো। চোরেরা আমার প্রায় ৩ ভরি ওজনের স্বর্ণের গহনা ও নগদ প্রায় দেড় লাখ টাকা নিয়ে গেছে।
এ বিষয়ে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) সমিত মজুমদার বলেন, ঘটনার পর ভুক্তভোগী সালথা থানায় অভিযোগ দেন। তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে গিয়ে এবং বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। আশা করছি খুব দ্রুত চুরির ঘটনা উদ্ঘাটন হবে এবং দোষীকে আমরা আটক করতে পারবো।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ওই এলাকার কিছু সিসি ক্যামেরা নষ্ট ও কিছু স্থানে সিসি ক্যামেরা না থাকায় চুরির ঘটনা উদঘাটনে পুলিশের বেগ পেতে হচ্ছে। তবে, পুলিশ চুরির ঘটনা উদঘাটনে ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে। আশা করছি চুরির ঘটনা দ্রুত উদ্ঘাটনে সক্ষম হবো।
এ ব্যাপারে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী বলেন, পুলিশকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সরবরাহ করা হয়েছে। ওসি সাহেবকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আরএ