সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসট্যান্ড সংলগ্ন হাঁটের সামনে ট্রাকে পিষ্ট হয়ে রাকিব (১৮) নামে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কলেজে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব দামুড়হুদা চিতলা গোবিন্দহুদা গ্রামের মিলনের ছেলে ও দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, দামুড়হুদা উপজেলার সদর বাসট্যান্ড সংলগ্ন হাট চালির সামনে সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী রাকিবসহ ৩ বন্ধু মোটরসাইকেল যোগে কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলো। কলেজে ঢুকার আগেই হাটচালির সামনে একটি পাখি ভ্যানের এক্সেলে বেঁধে মোটরসাইকেলটি ছিটকে রাস্তায় পড়ে যায়। এসময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের পেছনের চাকার নিচে পরে। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কলেজ ছাত্র রাকিব মৃত্যুবরণ করে। গুরুতর আহত মোটরসাইকেল অপর দুই আরহীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজ ছাত্র রাকিবকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরএ