সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনার মামলায় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে প্রধান করে ৮৪ জনের নাম উল্লেখ ও আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মামলায় আসামি হয়েছেন ফেনী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দুলাল। মামলায় দুলালকে ৬৬ নম্বর আসামি করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর বুধবার রাতে হামলায় আহত আবদুল হান্নান নামে এক ব্যক্তি বাদী হয়ে ফেনী মডেল থানায় এ মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের বড় মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করেন ছাত্র-জনতা। এতে অংশ নেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ছেরাজুল হকের ছেলে ওয়ার্কশপ কর্মচারী মো. আবদুল হান্নান (৩২)। এ সময় আসামিরা সংঘবদ্ধ হয়ে কর্মসূচিতে হত্যা ও নৈরাজ্য সৃষ্টি করার উদ্দেশ্যে হামলা চালায়। তাদের নির্বিচারে ছোঁড়া গুলি ও ককটেলের শব্দে জনমনে আতঙ্ক তৈরি হলে প্রাণ ভয়ে মানুষ ছোটাছুটি শুরু করে। প্রাণ বাঁচাতে মামলার বাদী তাকিয়া রোডের মুখে এলে মনোয়ার হোসেন দুলালসহ অন্য আসামিরা তার বুক, মাথায় ও দুই চোখে উপর্যুপরি গুলি করতে থাকে। দুই চোখে গুলির স্প্লিন্টার লেগে তিনি গুরুতর আহত হন। পরে মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা তাকে মৃত ভেবে ফেলে রেখে যান। আসামিদের গুলির আঘাতে তার বাম চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে ও অন্য চোখের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ৮৪ জনের নাম উল্লেখ ও আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এফএইচ