সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই, বিসিবির সাবেক পরিচালক এবং যুবলীগ নেতা শেখ সোহেলের বিরুদ্ধে হত্যার হুমকি ও চাঁদাবাজি মামলা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টম্বর) খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস আর ট্রেডার্সের মালিক শেখ শহিদুল ইসলাম এ মামলা দায়ের করেন। বিচারক অভিযোগ আমলে নিয়ে সোনাডাঙ্গা থানার ওসিকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী এসএম মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, হত্যার হুমকি দিয়ে ৬০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে শেখ সোহেল ও এলজিইডি খুলনার সাবেক নির্বাহী প্রকৌশলী আবুল কালাম মুহাম্মদ আনিছুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে। এজাহারে বলা হয়, গত ২৩ এপ্রিল ঠিকাদার শহিদুল ইসলামকে নগরীর শেরে বাংলা রোডের শেখ বাড়িতে ডেকে নিয়ে আসামি শেখ সোহেল পিস্তল দিয়ে গুলি করার হুমকি দিয়ে ৬০ লাখ টাকা চাঁদা দাবি করে। একই সঙ্গে এলজিইডি খুলনার সাবেক নির্বাহী প্রকৌশলী আবুল কালাম মুহাম্মদ আনিছুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ করার ঘটনায় শহিদুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়। দুদকে দেওয়া ওই অভিযোগ মিটমাট করতে এক কোটি টাকা লাগবে জানিয়ে তাকে ৬০ লাখ টাকা দিতে বলা হয়। হুমকির মুখে তিনি ৬০ লাখ টাকা দিতে বাধ্য হন। পরে এ নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার পর লাশ চিতলমারীর বিলে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়।
আইনজীবী এসএম মাসুদুর রহমান জানান, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮৩, ৩৮৪, ৩৮৭, ৩৮৮, ৩৮৯ ও ৫০৬ ধারায় মামলা করা হয়। আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারির আবেদন জানানো হয়েছে।
এফএইচ