সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাজার তদারকিসহ সচেতনতামূলক কার্যক্রমে সমন্বয়ের লক্ষে বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের ৩য় তলায় অধিদপ্তরের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভোক্তাদের অধিকার রক্ষায় ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিতে প্রচলিত আইন ও মনিটরিং কার্যক্রমের সঠিক পন্থা নিয়ে আলোচনা করেন আয়োজকরা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের সার্বিক আয়োজনে সভায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন- জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল ও ক্যাব বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া।
সভায় শিক্ষার্থীদের ভোক্তা অধিকার আইন এবং নিরাপদ খাদ্যের বিধিমালা সম্পর্কে বিস্তারিত অবগত করা হয়। এসময় শিক্ষার্থীরাও গেল কয়েকদিন বিভিন্ন বাজার মনিটরিং এ প্রাপ্ত পর্যবেক্ষণগুলো সংশ্লিষ্ট কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। এছাড়া সমন্বয়ের মাধ্যমে দ্রুততম সময়ে ইতিবাচক পরিবর্তনের লক্ষে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেন তারা।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, সকল সেক্টরে ইতিবাচক পরিবর্তন সাধনে এই প্রজন্মের মেধাবী সন্তানেরা যেভাবে মাঠে নেমেছেন তা সমৃদ্ধ আগামীর জানান দেয়। বিগত কয়েকদিনে বগুড়ায় বেশ কয়েকটি বাজারে অত্যন্ত দক্ষতার সঙ্গে মনিটরিং কার্যক্রম চালিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা যদি ভোক্তা অধিকার আইন এবং নিরাপদ খাদ্যের বিধিমালা জানতে পারেন তাহলে মনিটারিং কার্যক্রম তাদের জন্য অনেক সুবিধা এবং সহজ হবে। সেই লক্ষেই বিগত কয়েকদিনে যারা বাজার মনিটরিং করেছেন সেই সমস্ত শিক্ষার্থীদের মাঝে ২০ জনের একটি প্রতিনিধি দলের সঙ্গে এই সভার আয়োজন করা হয়।
আরএ