সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্থবায়নের লক্ষে মাদারীপুরে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে এ সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলামিন উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলামিন বলেন, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমার শহীদ ভাইদের জীবনের বিনিময়ে নতুন একটি স্বাধীন দেশ পেয়েছি। যে দেশে থাকবে না কোনো বৈষম্য। আমরা প্রথমে সেই শহীদ ভাইদের আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর আমার যে ভাইয়েরা আহত হয়ে হাসপাতালে আছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা যে স্বাধীনতা পেয়েছি তা ধরে রাখতে হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী পালিয়েছে কিন্তু তাদের দোসররা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই আমাদের সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদী হাসিনার এই বাংলার মাটিতে ঠাঁই হবে না। মাদারীপুরবাসীকে আবার বলবো আপনারা জাগ্রত থাকবেন যেকোনো অন্যায় অত্যাচার হতে দিবো না। আমরা বলতে চাই মানুষ ও জনগণের পক্ষে কথা বলার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি।
এ সময় আরও বক্তব্য রাখেন- মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য মো. হাসিবুল্লাহ, মো. জুবায়ের আহমেদ নাফি, মো. আব্দুর রহিম, মহিবুল্লাহ, মেহেদী ইমন আহমেদ শুভ, রিয়াদ হাওলাদার, সাজন কাজী, জুবায়ের হোসেন, মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ দিপ্তর বাবা-মা, শহীদ তাওহীদের ভাই, আন্দোলনে আহত মুন্নার মা, আহত রাসেল প্রমুখ।
আরএ