সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কোটা সংস্কার এর দাবীতে বিক্ষোভ মিছিল করেছে রাঙামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভ চলতে থাকে দুপুর পর্যন্ত।
প্রথমদিকে বিক্ষোভ মিছিলটি প্রতিষ্ঠানের ডাইনিং হল থেকে শুরু হয় এবং ক্যাম্পাসের ভিতরে বিভিন্ন ডিপার্টমেন্ট প্রদক্ষিণ করে। পরে তারা বিক্ষোভ মিছিলটি প্রতিষ্ঠানের বাইরে নিতে চেষ্টা করলে ইন্সটিটিউট কতৃপক্ষ অনুমতি প্রদান করেনি।
এরপর বেলা ১২ টার দিকে তারা প্রতিষ্ঠানের মুল গেইটের তালা ভেঙে কাপ্তাই সড়কে বের হয়।
এমন সময় কাপ্তাই লকগেইট অবস্থান করা কাপ্তাই উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া শুরু করে। পরে বিএসপিআই শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল গেইটের সামনে সড়কের উপরে অবস্থান নেয়।
এদিকে মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে ঘটনাস্থলে গেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দীন। এসময় কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ অফিসার মোঃ জাহিদুল ইসলাম, কাপ্তাই থানার ওসি সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে অবস্থান নেয়।
প্রসঙ্গত, দেশব্যাপী কোটা সংস্কারের দাবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলার বিচার দাবীতে মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় বিক্ষোভ মিছিলের ডাক দেয় কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে বিএসপিআই এর অধ্যয়নরত প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে।