সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ছাত্র-জনতার আন্দোলনে হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনাকারী রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. নুর উদ্দিন সুমনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাপ্তাই পিডিবি প্রজেক্ট ফুলবাগান নামক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতা করা হয়। গ্রেপ্তার সুমন নতুনবাজার এলাকার আব্দুল মালেকের ছেলে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ গ্রেপ্তারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাপ্তাই প্রজেক্ট এলাকায় রাত সাড়ে ১২টা থেকে অপরাধীদের ধরতে পুলিশি অভিযান চলে। দীর্ঘক্ষণ তল্লাশির পর ফুলবাগান নামক স্থানের একটি বাসা থেকে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. নুর উদ্দিন সুমনকে গ্রেপ্তার করে থানায নিয়ে আসা হয়।
কে