সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে মাঝরাতে প্রতিবাদ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। এসময় মিছিল-স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা দুটি আবাসিক হল থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে মিছিল করে গ্রাউন্ডফ্লোরে জড়ো হন। এরপর বিক্ষোভ সহকারে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও শেরে বাংলা হলের মাঝখানের খোলা জায়গায় জড়ো হয়ে প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।
‘তুমি কে আমি কে, রাজাকার-রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে, সরকার-সরকার’, ‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।
শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনকারীদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তারই প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়েছে। গণতান্ত্রিক দেশের সরকার প্রধান এমন বক্তব্য দেওয়ায় আমরা হতবাক হয়েছি। আমরা তো আমাদের যৌক্তিক অধিকার নিয়েই আন্দোলন করছি। তিনি কোটা নিয়ে গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তা ছাত্রসমাজের সাথে উপহাস।
এদিকে, রাত সাড়ে ২টার দিকে শিক্ষার্থীরা হলে ফিরেছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ আব্দুল কাইউম।
এমএ