সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের একটি কবরস্থান থেকে ৩ মাস আগে দাফন করা এক নারীর কবর থেকে মরদেহ চুরির অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৯ জুলাই) সকালে উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের কবরস্থানের একটি কবর খোড়া এবং মরদেহটি নেই এমনটি দেখে স্থানীয়রা। কবরটি ছিলো উক্ত এলাকার গার্মেন্ট ব্যবসায়ী রমজান আলীর মায়ের। তিনি বার্ধক্যজনিত কারণে ৩ মাস আগে মারা যায়।
রমজান আলী জানান, সকালে মায়ের কবর খোড়া দেখে স্থানীয়া আমার পরিবারকে খবর দেয়। পরে গিয়ে দেখি কবর খোড়া এবং ভেতরে মরদেহ নেই।
কবর থেকে মরদেহ চুরি একটি ন্যাক্কারজনক উল্লেখ করে স্থানীয় ইউপি সদস্য মুন্সি মোঃ মাসুদ রানা জানান, এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির দেওয়া প্রয়োজন।
এঘটনায় মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে।
এমএ