সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুষ্টিয়ায় দুই নারী পথচারীর হামলার শিকার হয়েছে নাজমুল হাসান (৪০) নামে এক ট্রাফিক কনস্টেবল। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কোর্ট স্টেশন মসজিদের সামনের মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শহরের কোট স্টেশন মসজিদের মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল নাজমুল হাসান। সে সময় থানাপাড়ার সোহানা ইসলাম রোজা ও হাউজিং বি ব্লকের সানজিদা আক্তার শান্তা নামের দুই নারী বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এ সময় সড়কে অতিরিক্ত যানজট থাকায় রিকশায় থাকা দুই নারীর রিকশা আটকে দেন ট্রাফিক পুলিশের ওই কনস্টেবল। তবে তারা সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করলে বাঁধা দেয় ট্রাফিক পুলিশের ওই কনস্টেবল। সেখানে ট্রাফিক পুলিশের সাথে তর্কে জড়ায় ওই দুই নারী। পরে স্কুল থেকে ফেরার পথে ট্রাফিক পুলিশের কনস্টেবল নাজমুল হাসানের ওপর হামলা করে সোহানা ইসলাম রোজা ও সানজিদা আক্তার শান্তা নামে ওই দুই নারী পথচারী। যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোহানা ইসলাম রোজা নামে নারী এক পথচারী ট্রাফিক পুলিশের কনস্টেবল নাজমুল হাসানের দিকে তেড়ে এসে ধাক্কা দেয়। এরপর সানজিদা আক্তার শান্তা নামে আরেক পথচারী নারী ট্রাফিক পুলিশ কনস্টেবল নাজমুল হাসানের মুখে জুতা দিয়ে আঘাত করে। এরপর তাদের শুরু হয় ধ্বস্তাধস্তি। একপর্যায়ে স্থানীয়রা ঠেকালে ওই দুই নারী চলে যায়। এ ঘটনাই ওই দুই নারীকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান জানান, ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরএ