সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলের লোহাগড়ায় সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনের জের ধরে কাশীপুর ইউনিয়নের চালিঘাট গ্রামে একদল দূর্বৃত্ত হামলা চালিয়ে ও কুপিয়ে ৩ জনকে গুরুতর যখম করেছে। হামলার ঘটনার প্রায় এক ঘন্টা পর পুলিশের সহযোগিতায় আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২১ জুন) রাতে এ হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা কাশীপুর ইউনিয়নের চালিঘাট গ্রামের ইউপি সদস্য শরিফুল ইসলামসহ তার সমর্থকরা সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী সিকদার আব্দুল হান্নান রুনুর পক্ষে কাজ করে। পক্ষান্তরে আহতরা বিজয়ী চেয়ারম্যান ফয়জুল হক রোমের পক্ষে কাজ করে। এ নিয়ে দু'পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
এর জের ধরে শুক্রবার (২১ জুন) সন্ধ্যা ৭ টার দিকে ইউপি সদস্য শরিফুল ইসলামের নেতৃত্ব একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, সড়কী ও লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে চালিঘাট গ্রামে হামলা চালায়। হামলায় রক্তাক্ত যখম হন মৃত রতন হীরার ছেলে রমেশ হীরা (৪৮), মৃত পুলিং বিশ্বাসের ছেলে প্রহ্লাদ বিশ্বাস (৪৫) এবং মৃত মন্টু বাইনের ছেলে হরিদাস বাইন (৪০)।
হামলার ঘটনার পর দূর্বৃত্তদের ভয়ে আহতদের চিকিৎসা দেওয়া সম্ভব হয় নাই। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় রাত ৯ টার দিকে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে চালিঘাট ও গন্বব গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে।
অভিযুক্ত ইউপি সদস্য শরিফুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএ