সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেশনাল এলাকায় মোটরসাইকেল সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।
বুধবার (১৯ জুন) ভোরে উপজেলার কামারখাড়া সড়কের বেশনাল কবরস্থানের পাশের সড়কে ওই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুন্সিগঞ্জ সদরের মহেশপুর এলাকার দ্বীন ইসলামের ছেলে মোকসেদ গাজী (২৭) ও তাতিকান্দি এলাকার মোহাম্মদ হান্নানের ছেলে নাসির সৈয়াল (২৬)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মহেশপুর এলাকার মনির মিয়ার ছেলে সোহাগ হোসেন (২৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ভোরে ওই তিনজন মোটরসাইকেলে করে টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বাজার থেকে দিঘিরপাড় যাচ্ছিলো। পথিমধ্যে বেশনাল এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বেশনাল কবরস্থানের দেয়ালের সাথে ধাক্কা লাগে। এতে মোকসেদ গাজী ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত হয় মোটরসাইকেলে থাকা নাসির ও সোহাগ।
পরে পেছনের মোটরসাইকেলে থাকা অপর সহযাত্রীরা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত সোহাগকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা শোয়েব আলী জানান, মোটরসাইকেলে তিনজন ছিলেন। বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দূর্ঘটনা ঘটেছে। সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুইজনের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
এমএ