সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, বাঙালি সংস্কৃতিকে ধারণ করে সবাইকে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় একটা কথা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার।
রোববার (৯ জুন) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার লোনসিং গ্রামে শিব পার্বতী মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, এই বাংলায় যেমন নবাব সিরাজ উদ দৌলা ছিলেন, তেমনি মীর জাফরও ছিল। তবে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ অসাম্প্রদায়িক চেতনার। তাই আমাদের এগিয়ে যেতে হলে বাঙালি সংস্কৃতিকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শরীয়তপুর-২ আসনের এমপি একেএম এনামুল হক শামীম, সাবেক সচিব শ্যাম সুন্দর সিকদার, জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহম্মেদ, পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ প্রমুখ।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএ