সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে এবার ১১৫ বছর বয়সে ভোট দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন রূপজান বেগম নামের এক বৃদ্ধা। লাঠি ভর করে নাতি ও নাতনিদের সহায়তায় ভোট দিতে দিয়েছেন তিনি।
তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের শিবপুর সরকারপ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন।
হাটার সক্ষমতা নেই, অস্পষ্ট কথা বলেন তবুও ভোট থেকে নিজেকে বঞ্চিত করতে চাননা। তাই খুড়িয়ে খুড়িয়ে হেটে ভোট কেন্দ্রে এসে হাজির তিনি।
রূপজানের স্বামী বদিউজ্জামান মারা যান ৫০ বছর আগে। তার এক ছেলে ও এক মেয়ে এবং নাতি নাতনিদের সাথে বসবাস করেন।
নিজের ভোট পক্ষে তিনি আর তাই অসুস্থ্য শরীর নিয়ে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন এ বৃদ্ধা। জীবনে অনেক ভোট দিয়েছেন তাই, হয়ত এটিই তার শোষ ভোট। তবুও নাগরিত অধিকার রক্ষায় শত প্রতিকূলতা পেরিয়ে ভোটের উৎসবে তিনিও অংশগ্রহন করেছেন। ভোট দিতে পেয়ে খুশি রূপজান বেগম।
রূপজান বেগম বলেন, অনেক অসুস্থ্য আমি, তবুও ভোট দিতে এসছি। ভোট দিয়ে খুব ভালো লাগছে।
ভোট না দিয়ে বাড়িতে বসে থাকতে চাননা রুপজান, তাই ভোটাধিকার দিবেন বলে আবদার তার। এমনি কথা জানালেন নাতনি স্বপ্না বেগম, ছেলে হারুন ও মাকসুদ।
তারা জানালেন, তাদের মা এ পর্যন্ত বহু ভোট দিয়েছেন। কোন ভোট মিস করেননি। ভোট দিতে তার ভালো লাগে।
এদিকে ১১৫ বছর বয়সী রূপজানের ভোট দেয়াকে অন্যন্য উদাহরণ বলে মন্তব্য করে কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. ছিদ্দিকুর রহমান।
তিনি বলেন, ভোট উৎসব চলছে তার উদাহরন রুপজান বেগম। আমি তাকে ধন্যবাদ জানাই।
এ কেন্দ্রের ৩ হাজার ৪শ ভোটারের মধ্যে রূপজান সবচেয়ে বয়োজৈষ্ঠ নাগরিক। তার ভোট দেয়া দেখে উৎসুক জনতার ভীড় জমে ভোট কেন্দ্রে।
তজুমদ্দিন ও লালমোহন উপজেলায় ২৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩ লাখ ৬৫ হাজার ২৩০ জন ভোটার দুই উপজেলায়।
এম