দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাত পোহালেই ভোট, পটুয়াখালী সদর, মির্জাগজ্ঞ ও দুমকী এই তিনটি উপজেলায়। শঙ্কা মুক্ত নয় প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার পক্ষপাত ও সংসদ সদস্যের হস্তক্ষেপের কারণে শঙ্কায় রয়েছেন প্রার্থীরা। তাই ভোট গ্রহনের দিন ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিয়ে তারা চিন্তিত হয়ে পড়েছেন।
ঘূনিঝড় রিমালের কারনে স্থগিতকৃত তৃতীয় ধাপের উপজেলা পরিষদ ণির্বাচনের প্রার্থীরা শেষ মুহুর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এদিকে আচরন বিধি লঙ্ঘন ও প্রার্থীর উপর হামলাসহ নানা অভিযোগ করেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে থেকে কোন প্রতিকার পাওয়া যাচ্ছেনা। এত প্রতিকুলতার পরেও সুষ্ঠ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেন প্রর্থীরা। শেষ মুহুর্তে প্রার্থী ও সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনায় ব্যাস্ত সময় পার করছেন।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রকার প্রস্তুতির কথা জানালেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
সুষ্ঠ, অবাদ, শান্তিপূর্ণ ও উৎসবমূখর এবং গ্রহনযোগ্য একটি নির্বাচন আমরা উপহার দিব বলেন এই পুলিশ সুপার।
এই তিন উপজেলায় ৪ লাখ ৮০ হাজার ৭৯৬ জন ভোটারের বিপরিতে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
এম