সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বৃক্ষ রোপণে পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী পদক ২০২৪ পেয়ে মাগুরায় একদিনও বসে নেই জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। প্রধানমন্ত্রী যেনো তাকে আরও বাড়তি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এটাই তার ভাবনা। ক্লীন মাগুরা মিশনে শালিখা উপজেলার দীর্ঘদিনের কচুরিপানার কারণে পরিত্যক্ত কানুদহের খালটি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কচুরিপানা মুক্ত করা হয়েছে।
শুক্রবার (জুন) সকাল থেকে সদরের চুকিনগর ও আড়পাড়া এলাকায় ইকোপার্ক সংলগ্ন ২ কিলোমিটার খালটিতে কচুরিপানা পরিষ্কার করে স্থানীয় সরকারি বেসরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ প্রায় ২০০০ স্বেচ্ছাসেবক।
প্রায় ১০ বছর ধরে কচুরিপানায় ভর্তি থেকে মজা পড়েছিল শালিখা উপজেলার সদরের পার্শ্ববর্তী কানুদহের খালটি। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় খালের পানি পচে দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছে। ময়লা পানিতে মাছের অস্তিত্ব নেই বললেই চলে। এ অবস্থায় পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও খাল সংলগ্ন ইকোপার্কটির সৌন্দর্য বর্ধনে এলাকার আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে কচুরিপানা অপসারণ এর কার্যক্রমে জেলা প্রশাসকের নির্দেশনায় হাত দেয় স্থানীয় উপজেলা প্রশাসন। আর এ কার্যক্রমে সরকারি বেসরকারি চাকরিজীবীদের পাশাপাশি অংশ নেন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, ছাত্র শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় স্বেচ্ছাসেবক। কয়েক ঘন্টার প্রচেষ্টায় কচুরিপানা মুক্ত হয়ে যেন প্রাণ ফিরে পায় খালটি। এ কার্যক্রমে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন স্বেচ্ছাসেবকরা।
এ ধরনের কার্যক্রমে অংশ নিতে পেরে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার প্রদানের আশা করেন মুক্তিযোদ্ধা ও সামাজিক নেতৃবৃন্দ।
শালিখার উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস্তবায়নে এ কার্যক্রমে মূল সহায়তা করেন বৃক্ষরোপণে এ বছর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করে গাছের চারা রোপন ও মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
এ ধরনের কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে প্রাণ ও প্রকৃতি রক্ষায় সর্বস্তরের মানুষ এগিয়ে আসবেন এমনটি আশা করেন সকলে।
এম