সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শরীয়তপুরের জাজিরায় একটি ওয়ান শুটার গান, ৮ রাউন্ড শর্টগানের লিড কার্তুজ ও ৪০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ লিজা আক্তার (২৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ মে) দুপুরে জাজিরা থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২৪ মে) দিবাগত রাত পৌনে ৪টার দিকে উপজেলার মুলনা ইউনিয়নের বোয়ালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুজন হকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মূলনা ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আক্কাস ঢালীর বাড়ি থেকে ১টি সচল দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও ৮ রাউন্ড শর্টগানের লিড কার্তুজসহ ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় আক্কাস কৌশলে পালিয়ে গেলেও তার স্ত্রী লিজা আক্তারকে আটক করে পুলিশ।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এম