সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২২ মে) সকালে উপজেলার ঘোষখালী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ফের সংঘর্ষের এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় বড়ঘাট এলাকায় একটি চায়ের দোকানে হেদায়েত হোসেনের লোকজন বসা ছিলো। এসময় সাগর শেখের লোকজন এসে ধাওয়া দিলে তাদের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এই দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রায় ঘন্টাখানেক সংঘর্ষ চলে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে।
আহতদেরকে উদ্ধার করে মোল্লারহাট উপজেলার হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আশরাফুল আলম বলেন, ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এম