দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাগেরহাটের চিতলমারীতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আরও দুই ব্যক্তির কারাদণ্ড দিয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুল ইসলাম। মঙ্গলবার (২১ মে) বিকেলে চিতলমারী সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ ইউপি সদস্য শহিদুল ইসলাম ও আলী শেখ নামের ওই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়।
এদের মধ্যে শহিদুল ইসলামকে ৬ মাসের কারদন্ড ও ৫ হাজার গাকা জরিমানা এবং আলী শেখকে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
এর আগে দুপুরের দিকে একই উপজেলার চরবানিয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল মন্ডলকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছন একই বিচারক।
দন্ডাদেশ প্রাপ্তরা চিতলমারী বারাশিয়া এলাকার বাসিন্দা।
উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস বলেন, আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে মোট ৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও যেকোন অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিয়েছি। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
এম