সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যশোরের চৌগাছা উপজেলার বড় কাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাতুড়ি নিয়ে ভোটারদের মারতে উদ্যত হওয়ায় আব্দুল মাজিদ নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানার করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ মে) দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে। চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
দন্ডিত আব্দুল মাজেদ (৩৫) ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, চৌগাছা উপজেলা স্বরূপদাহ ইউনিয়নের বড়কাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলছিল। দুপুর আড়াইটার দিকে আব্দুল মজিদ বাড়ি থেকে একটি হাতুড়ি নিয়ে এসে ভোটারদের মারতে উদ্যত হয়। এসময় পুলিশ সদস্যরা তাকে আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা দেয়।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, আব্দুল মাজিদ সাধারণ ভোটারের মধ্য ভীতি প্রদর্শনের জন্য হাতুড়ি বের করেছিলো। যে কারণে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানার আদেশ দেন। এরপর আব্দুল মজিদকে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, সাধারণ ভোটারকে ভয় ভিত্তি দেখানোর কারণে আব্দুল মাজিদকে সাজা প্রদান করা হয়েছে।
এম