সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দেশ টিভির নিজস্ব প্রতিবেদক কাজী শাহেদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের মামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ)। একইসঙ্গে সংগঠনটি অবিলম্বে সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলা নিঃশর্তে প্রত্যাহারের দাবি জানিয়েছে।
শুক্রবার (১০ মে) সন্ধ্যায় আরটিজেএ-এর নির্বাহী কমিটির জরুরি সভায় সভাপতি মেহেদী হাসান শ্যামল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাংবাদিক সংগঠনটি বলছে, টেলিভিশনের একজন সংবাদকর্মী হিসেবে কাজী শাহেদ উক্ত সংবাদে অভিযোগকারীর বক্তব্য এবং সে অনুযায়ী বিভিন্ন পক্ষের বক্তব্য প্রচার করেছেন। উক্ত সংবাদে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য প্রচার বা মতামত প্রদান করা হয়নি।
আরটিজেএ-এর প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গণমাধ্যম কর্মীদের জন্য বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের ২৯/৩১/৩৫ ধারায় মামলা দায়ের প্রকৃত আইনের অপব্যবহার, যা না করার ব্যাপারে সরকারের সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে।
দেশের গণমাধ্যমকর্মীরা দীর্ঘদিন ধরে সাইবার নিরাপত্তা আইন নিয়ে আপত্তি জানিয়ে আসছে। অবিলম্বে সাইবার আদালতের উক্ত মামলা নিঃশর্তে প্রত্যাহারের জোর দাবি জানানো হয়েছে। দ্রুত মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ডিপি/