সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরের বড়াইগ্রামে তীব্র দাবদাহের মধ্যে কৃষিজমিতে কাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের সাতইল বিলে তার মৃত্যু হয়।
মারা যাওয়া কৃষকের নাম বকুল হোসেন (৩০)। তিনি গাড়ফা উত্তরপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় পল্লিচিকিৎসক আসাদুজ্জামান রঞ্জু জানান, সকাল থেকে কৃষিজমিতে কাজ করছিলেন বকুল হোসেন। তীব্র দাবদাহ সহ্য করতে না পেরে পাশের জলাশয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু সেখানে পোঁছানোর আগেই মারা যান বকুল হোসেন। পরে অন্যান্য কৃষকরা টের পেয়ে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।
চান্দাই ইউপি চেয়ারম্যান শাহানাজ পারভিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
জেবি