সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অভিযানে এখনই হচ্ছে না পার্বত্য জেলা বান্দরবানের তিন উপজেলার নির্বাচন। সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর চলমান অভিযানের কারণে তিন উপজেলার ভোট আপাতত অনুষ্ঠিত হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পরবর্তী সুবিধানজক সময় নির্বাচন হবে এমনটি জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
তিনি জানান তিন উপজেলায় যৌথ বাহিনীর অভিযান চলার কারণে সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক আন্ত:মন্ত্রণালয় সভা শেষে এ কথা বলেন ইসি সচিব।
সম্প্রতি পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বান্দরবানে মাথাচাড়া দিয়ে উঠেছে। চলতি মাসের শুরুতে দুই ব্যাংকে ডাকাতি, এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনায় হামলা চালিয়ে কেএনএফের সন্ত্রাসীরা। এরপরই সশস্ত্র এই গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয়েছে। এরই মধ্যে যৌথ বাহিনীর হাতে কেএনএফের কয়েক সদস্য আটক ও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
জেবি