সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাগেরহাটের কচুয়ায় একটি দোকান ঘর নিয়ে খাদে পড়েছে একটি বেপরোয়া বাস।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার মাঠ বাড়িপাড়া এলাকায় এখলাসের দোকান ঠেলে নিয়ে খাদে পড়ে যায় ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস।
এ সময় বাসে থাকা রাকিব নামের এক যাত্রী গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
নিহত রাকিব মোড়লগঞ্জ উপজেলার পুঠিখালী গ্রামের হারুন মল্লিকের ছেলে।
ক্ষতিগ্রস্ত ব্যবসাযী এখলাস বলেন, ধারদেনা করে সাত দিন আগে ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে এই দোকানটি দিয়েছি। কিন্তু এই বেপরোয়া গতির বাসটি আমার দোকান ভেঙে তসনস করে দিয়েছে। বাস মালিক কর্তৃপক্ষ আমাকে ক্ষতিপূরণ না দেয় তা হলে আমার মাথা গুঁজার ঠাঁই থাকবে না। আমি নিঃস্ব হয়ে গেলাম।
কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ বলেন, বেপরোয়া গতির কারণে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। রেকার দিয়ে বাসটি উদ্ধার কাজ চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
জেবি