সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইছামতী নদীর ওপরে নির্মিত একটি বেইলি সেতুর পাটাতন দেবে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা করছেন চলাচলকারী যাত্রী ও চালকরা।
হরিরামপুর-ঝিটকা-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ বাজার সংলগ্ন সেতুটিতে যানবাহন উঠলেই পাটাতন এক পাশে কাত হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা গেছে, বেইলি সেতুটির মাঝে স্টিলের তিনটি পাটাতন নড়বড়ে হয়ে পড়েছে। ফলে সেতুর ওপর দিয়ে যান চলাচলের সময় বিকট শব্দ হচ্ছে। একপাশে পাটাতন ৩-৪ ইঞ্চি নিচু হয়ে যাচ্ছে। নড়বড়ে পাটাতনগুলোর মধ্যে দুইটি বেশি ঝুঁকিপূর্ণ। ইজিবাইক, ট্রাক, পিকআপসহ চলাচলকারি যানবাহন সেতুতে উঠলেই পাটাতনটি এক পাশে কাত হয়ে যায়। এতে পাটাতনটি ধসে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। তবে এর পাশেই একটি নতুন ব্রিজের নির্মাণ কাজ চলমান থাকলেও দীর্ঘদিন কাজ বন্ধ রয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা জানায়, বেইলি ব্রিজটি ২৫-৩০ বছর আগে নির্মিত। তবে কয়েক মাস ধরে কয়েকটি পাটাতন নড়বড়ে হয়ে গেছে। ৫-৬ মাস আগেও একবার একটি পাটাতন মেরামত করেছিল সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। এছাড়া গত কয়েক মাসে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটলেও মেরামতের কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আগেই ব্রিজটি দ্রুত মেরামতের দাবি জানান তারা।
এ বিষয়ে মানিকগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. ফারুক হোসেন বলেন, বিষয়টি জানা ছিল না। অতি দ্রুত পরিদর্শন করে সেতুটির মেরামতের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
আরএ