সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেত্রকোনার কলমাকান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ মোস্তাফিজুর রহমান চয়ন। এ বিষয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে তিনি বাদী হয়ে থানায় মামলা করেছেন।
মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আবদুল কুদ্দুছ বাবুলের ছেলে নাঈম মিয়ার নেতৃত্বে একদল যুবক তাদের ওপর হামলা চালান। এতে তিনিসহ ১০ জন আহত হয়েছেন। আসামি হিসেবে নাঈম মিয়াসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মোস্তাফিজুর রহমান গণসংযোগ করে কান্দাপাড়া এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল কুদ্দুছ বাবুলের কর্মী-সমর্থকরা তাদের বাধা দিয়ে হামলা চালান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল কুদ্দুছের ছেলে নাঈম মিয়ার নেতৃত্বে হামলা করা হয়। এতে মোস্তাফিজুর রহমান, তার সমর্থক শেখ নাসিম, রনি মিয়া, জামাল মিয়াসহ ১০ জন আহত হন। আহত ব্যক্তিরা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
হামলার ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কয়েকজন লাঠি নিয়ে হামলা চালান। এ সময় চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমানকে তাদের সঙ্গে কথা বলতে দেখা যায়। তখন তাকেও মারধর করা হয়।
এ বিষয়ে জানতে আবদুল কুদ্দুছ বাবুল বলেন, হামলা বা মারধরের বিষয়ে আমার কিছু জানা নেই।
তার ছোট ভাই আবদুল ওয়াদুদ বলেন, আমাদের কোনো কর্মী-সমর্থক কারও ওপর হামলা করেনি। উল্টো বিকেলে (মঙ্গলবার) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে নলছাপড়া বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল তছনছ করা হয়েছে। আমাদের সমর্থক নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখানে উপস্থিত ছিলেন। হামলায় আমাদের ছয়-সাতজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা এ ঘটনায় মামলা করব।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল কুদ্দুছও অভিযোগ জানিয়েছেন, তার সমর্থকদের ওপর মোস্তাফিজুর রহমানের লোকজন হামলা করেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রথম ধাপে ৮ মে কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হবে। এখানে চেয়ারম্যান পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেবি