সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজশাহী টু খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে।
চুয়াডাঙ্গার স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে পাঁচ ফোকট নামক স্থানে সকাল ৯টার দিকে ইঞ্জিন বিকল হয়।
এ সময় প্রচণ্ড গরমে যাত্রীরা দুর্ভোগে পড়ে। অবশ্য পরবর্তীতে কোটচাঁদপুর থেকে একটা মালবাহী গাড়ির সচল ইঞ্জিন এসে ট্রেনটি নিয়ে গেলে যাত্রী দুর্ভোগ কমে।
ট্রেনের লোকো মাষ্টার জাহিদুল ইসলাম জানান, হঠাৎ করে ইঞ্জিনের পাওয়ার পাচ্ছে না। ফলে ইঞ্জিন বিকল হয়ে রয়েছে।
চুয়াডাঙ্গা ষ্টেশন মাষ্টার মিজানুর রহমান জানান, সাগরদাঁড়ি এক্সপ্রেসের ইঞ্জিন চুয়াডাঙ্গা স্টেশনের অদূরে সকাল ৯ টার দিকে বিকল হয়ে পড়ে। পরবর্তীতে বেলা ১১ টা ৪০ মিনিটে কোটচাঁদপুর থেকে মালবাহী গাড়ির ইঞ্জিন এসে ট্রেনটি নিয়ে যায়। তবে আপ লাইনের লুপে বিকল ইঞ্জিনটি রাখা আছে। ঈশ্বরদী নিয়ে বিকল ইঞ্জিনটি সচল করা হবে। তিনি আরও জানান, তবে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
জেবি