সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জের সিঙ্গাইরে ঘূর্ণিঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আমেনা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এছাড়া কয়েকটি গ্রামের শতাধিক কাঁচা-পাকা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে শতাধিক গাছপালা।
বৃহস্পতিবার( ৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শায়েস্তা ইউনিয়নের দক্ষিণ শাহরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে কয়েক মিনিটের মধ্যে ঘূর্ণিঝড় তাণ্ডব চালায়। এ সময় টিনের ঘরের ওপর গাছ উপড়ে পড়ায় ঘরের চাল ভেঙে ওই গৃহবধূর মৃত্যু হয়।
এছাড়া ঝড়ে শায়েস্তা ইউনিয়নের দক্ষিণ শাহরাইল, গোপালনগর, কানাইনগরসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের শতাধিক কাঁচা-পাকা ঘর ভেঙে যায়।
শায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, দুপুর থেকে ভারি বর্ষণ হচ্ছিল। সন্ধ্যার দিকে হঠাৎ কয়েক মিনিটের ঝড়ে কয়েকটি গ্রামের শতাধিক বাড়িঘর ও কয়েকশ গাছ ভেঙে যায়।
সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ বলেন, ঘূর্ণিঝড়ের পরপরই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দিয়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ করতে বলেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে। খুব দ্রুত ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়া হবে।
জেবি