দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন আহত হয়েছেন। শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নের বালুয়া গ্রামের আজিবর রহমানের ছেলে মজনু মিয়া ও রংপুরের মিঠাপুকুর উপজেলার হরিপুর গ্রামের মৃত আতোয়ার রহমানের ছেলে মমিন মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বিকেল ৫টার দিকে ফাঁসিতলা বাজার এলাকায় ৩-৪ জন শিশু শিক্ষার্থী মহাসড়ক পার হচ্ছিল। এসময় বগুড়া থেকে গোবিন্দগঞ্জমুখী বালুবাহী একটি ড্রাম ট্রাক শিশুদের সড়ক পারাপারের জন্য দাঁড়িয়ে পড়ে। তখন যশোর থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসি বাস পেছন থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে গেলে নিচে চাপা পড়ে ট্রাকের ড্রাইভার মজনু মিয়া (৩৫) ও মমিন মিয়া (২৫) নিহত হন। এসময় বাসের ৩ যাত্রী আহত হন। এরমধ্যে গুরুতর আহত ১ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। আহতদের পরিচয় মেলেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গোবিন্দগঞ্জের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। এসময় ২ জনের মরদেহ উদ্ধার এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়। পরে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
আরএ