সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শরীয়তপুর-ঢাকা সড়কের সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে রাতের আঁধারে ২০ ট্রাক পাথর রেখে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে রাশিদা আক্তার নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন এবং পাথর জব্দ করেন।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র জানান, শরীয়তপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তুলাসার গ্রামের উজ্জ্বল মীরের স্ত্রী রাশিদা আক্তার তার ভাইয়ের বাড়ি নির্মাণের লক্ষে মঙ্গলবার রাতের আধাঁরে শরীয়তপুর-ঢাকা সড়কের সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে অন্তত ২০ ট্রাক পাথর রাখেন। বুধবার সকাল হতে না হতেই ওই সড়কে যানবাহনে চলাচলে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
খবর পেয়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাশিদাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং পাথর জব্দ করেন।
পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল যানজট স্বাভাবিক করেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ইউএনও।
জেবি