সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড বরগুনা কার্যালয়ের বৃষ্টি পরিমাপক শাখা থেকে জানা যায়, ২৪ ঘণ্টায় ১২৪ মি.লি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা জেলার নদী তীরবর্তী বেড়িবাঁধের সংলগ্ন ও বাইরের এলাকা এবং নদী তীরের আবাসন ও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা বৃষ্টি আর জোয়ারের পানিতে সব থেকে বেশি দুর্ভোগের মধ্যে রয়েছেন।
অতি বৃষ্টি এবং বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে বরগুনার বরইতলা-বাইনচটকি ও পুরাকাটা-আমতলী ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলে তিন নম্বর সর্তক সংকেত জারি করা হয়েছে। এছাড়া সাগর উত্তাল রয়েছে। সকালে মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে আহ্বান করেছেন আবহাওয়া অধিদপ্তর
জেবি