সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরের লালপুরের ছাত্রলীগ নেতা মোয়াজ্জেম হোসেন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছাত্রদল নেতা সুজনকে রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ অক্টোবর) বেলা ১২টার দিকে রাজশাহীর বিনোদপুর থেকে তাকে গ্রেপ্তার করে লালপুর থানা পুলিশ। পরে বিকেল ৫টার দিকে তাকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. কামরুন্নাহার বেগমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নিহত মোয়াজ্জেম হোসেন উপজেলার আড়বাব ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও উপজেলার হাবিবপুর গ্রামের আব্দুর শুকুর মৃধার ছেলে। গ্রেপ্তারকৃত শাহিনুল ইসলাম সুজন লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শহিদুল ইসলাম মাস্টারের ছেলে।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারেন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহিনুল ইসলাম সুজন রাজশাহীতে আত্মগোপনে রয়েছে। পরে লালপুর থানা পুলিশের একটি টিম রাজশাহীর বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
প্রসঙ্গত ২০০২ সালের ১ মার্চ মোয়াজ্জেম হোসেনকে কুপিয়ে হত্যা করে সুজনসহ আরও কয়েকজন সন্ত্রাসী। এ ঘটনায় নিহতের বাবা আব্দুর শুকুর মৃধা বাদী হয়ে ২১ জনের নামসহ অজ্ঞাত আরও কয়েকজনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় পুলিশ ২১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর ২০১৯ সালের ১১ এপ্রিল নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহম্মদ সাইফুর রহমান সিদ্দিক সুজনসহ চারজনের মৃত্যুদণ্ডাদেশ এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের খালাস দেন। ঘটনার পর থেকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি সুজন পলাতক ছিলেন।
জেবি