দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরের সিংড়ায় বন্দি খাঁচা থেকে উদ্ধার করে ছয়টি ঘুঘু পাখিকে মুক্ত আকাশে উড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সিংড়া উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে পাখিগুলো অবমুক্ত করা হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, মাহমুদ আলী নামে এক পাখি শিকারি খাঁচায় করে ছয়টি ঘুঘু পাখি বিক্রি করতে নিয়ে আসে। খবর পেয়ে পৌর শহরের মুরগীহাটি বাজারে গিয়ে পাখিগুলো উদ্ধার করে স্থানীয় পরিবেশ কর্মীরা।
পরবর্তীতে আর কোনোদিন পাখি শিকার ও কেনাবেচা করবে না মর্মে মুচলেকা নিয়ে ঐ পাখি শিকারিকে ছেড়ে দেওয়া হয়। পরে পাখিগুলোকে মুক্ত আকাশে উড়িয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, পরিবেশকর্মী আব্দুর রশিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আকতার প্রমুখ।
জেবি