দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কেন্দ্রীয় কর্মসূচির শেষ দিনে ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে নাটোরে বিএনপি বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে তারা জণগনের মধ্যে লিফলেট বিতরণের মাধ্যমে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোট দানে বিরত থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল রানা, এনএস সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক এস এম জুবায়েরসহ নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে তারা বলেন, ৭ জানুয়ারি ভোট বর্জনের মধ্যে দিয়ে সরকারকে লালকার্ড দেখাতে হবে। বড় দলগুলো ভোটে অংশ না নেওয়ায় তারা নিজেরাই একটা ডামি নির্বাচন করছে। এই প্রহসনের নির্বাচন সাধারণ জনগণ মানবে না। তারা ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়া ও ভোটদানে বিরত থেকে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর আহ্বান জানান।
জেবি