সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলের লোহাগড়ায় নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আকুব্বার মোল্যা ওরফে আকবার (৬০) নামে একজন নিহত হয়েছেন।
সোমবার (২ অক্টোবর) সকালের দিকে উপজেলার কাশিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আকুব্বার মোল্যা পেশায় নারিকেল গাছি ছিলেন। সোমবার সকালে কাশিপুর গ্রামের রেজাউল শেখের বাড়ির পাশের গাছ থেকে নারিকেল পাড়তে যান। এ সময় নারিকেল গাছের পচা ডাল টান দিলে তিনি গাছ থেকে পাশের বাড়ির দেয়ালের ওপর পড়ে যান। পরে শরীরে দেওয়ালে থাকা কাঁচ পিঠে বিধে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
কাশিপুর ইউনিয়নের ছয় নম্বর ওর্য়ার্ডের ইউপি সদস্য শহিদ শেখ দুর্ঘটনায় আকুব্বার মোল্যা ওরফে আকবার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, বিষয়টি আমি জানতাম না, খোঁজ নিয়ে দেখছি।
জেবি