সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের দাবিসমূহ আদায়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে শেরপুর বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।
সোমবার (২ অক্টোবর) সকালে শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক মিলনায়তনে ওই কর্মসূচি পালিত হয়।
এ সময় শিক্ষকরা সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বর্জন এবং সত্যায়িত কাজেও সাক্ষর দেওয়া থেকে বিরত থাকেন।
এ সময় বক্তারা কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন, পদোন্নতিযোগ্য ৭ হাজার কর্মকর্তাকে পদায়ন, শিক্ষা ক্যাডার নিয়ন্ত্রিত জেলা ও উপজেলা শিক্ষা প্রশাসন প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবি জানান। তারা আগামী ১০ অক্টোবরের মধ্যে সরকার দাবি না মানলে পুনরায় তিন দিনের কর্মবিরতিতে যাবেন বলে বক্তারা জানায়।
এ সময় শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুর রশিদ, উপাধ্যক্ষ প্রফেসর শাহ কামাল, বিসিএস সাধারণ শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক কামাল উদ্দিন বক্তব্য রাখেন।
জেবি