সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবি আদায়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।
সোমবার (২ অক্টোবর) সকাল থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় জেলা কমিটির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক আসাদুল ইসলাম বলেন, তারা দীর্ঘদিন ধরে দাবিগুলো পূরণের জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আসছেন। কিন্তু শিক্ষা ক্যাডারের দাবিগুলো আজও পূরণ করা হয়নি। অবিলম্বে শিক্ষা ক্যাডারের কর্মকালকে ননভ্যাকেশন সার্ভিস ঘোষণা করে পূর্ণ গড় বেতনে অর্জিত ছুটি প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়।
দাবি আদায়ে সারা দেশে একদিনের কর্মবিরতি পালন ও দাবিপূরণ না হলে আগামী ১০ অক্টোবর থেকে টানা তিন দিনের কর্মবিরতি পালনের ঘোষণাা দেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।
গত ২৬ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে দাবি আদায়ে ২ অক্টোবর সারা দেশে একদিনের কর্মসূচি ঘোষণা করেন তারা। এতেও যদি দৃশ্যমান অগ্রগতি না হয় তাহলে আগামী ১০ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন কর্মবিরতি পালন করা হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়।
জেবি