সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের একজন নেতা। তার নাম আবদুল মোতালেব হাওলাদার। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টের মাধ্যমে এমন দাবি জানান মোতালেব। তিনি লেখেন, ‘রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হোক।’
তার ওই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সে বিএনপির অসংখ্য পদধারী নেতা ও সমর্থকরা তাকে বিষয়টির জন্য ধন্যবাদ জানিয়ে তার প্রশংসা করেছেন। অপরদিকে নিন্দা জানিয়ে সাধারণ সম্পাদকের পদ থেকে তার বহিষ্কারের দাবি তুলেছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আলোচনা-সমালোচনার মধ্যে মোতালেব বলেন, শেখ হাসিনা মানবতার মা, তিনি খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বাসায় থাকার সুযোগ দিয়েছেন। তিনি (শেখ হাসিনা) যে মানবতার মা, তা খালেদা জিয়াকে বিদেশে পাঠালে সেটা আরও একবার প্রমাণ হবে। আমি রাজনৈতিক কারণে লিখেছি, এখানে দোষের কিছু দেখছি না।
এ বিষয়ে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান বলেন, এটি আবদুল মোতালেব হাওলাদারের ব্যক্তিগত মন্তব্য। এর দায় আওয়ামী লীগ নেবে না।
এইউ