সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মুমিত হাসান তনু (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১ অক্টোবর) সকালে শহরের চিনিশপুর এলাকার রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুমিত হাসান তনু কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার রাজনের হাট গ্রামের মোমিনের ছেলে। সে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, তনু চিনিশপুর এলাকার একটি মেসে থেকে পড়াশোনা করতেন। আজকে সকালে ওই মেস থেকে কলেজে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন। পরে তার বাসার সামনে ২০০ গজ দূরে রেললাইন পার হতে যেয়ে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়।
তনুর সহপাঠীরা জানায়, কলেজ শেষে আজই তনু বাড়ি যাওয়ার কথা ছিল। কত স্বপ্ন নিয়ে সে পড়াশোনা করছিল কিন্তু ট্রেন কেড়ে নিলো তার প্রাণ। তার সহপাঠীরা কান্নায় জর্জরিত হয়ে বলেন, তনু কলেজে যেতে পারেনি, সে বাড়ি ফিরবে ঠিকই তবে নিথর দেহে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির (উপ-পরিদর্শক) কার্তিক চন্দ্র রায় বলে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রেনের ধাক্কায় মাথা থেতলে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এইউ