সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পটুয়াখালী মেডিকেল কলেজে ইন্টার্নশিপ ডিপ্লোমা নার্সদের ভাতা চালুর দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনের পাশাপাশি কর্মবিরতি পালন করেছে নার্সিং শিক্ষার্থীরা। রোববার (১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজের সামনে এই কর্মসূচি শুরু করে তারা।
ডিপ্লোমা ইন নার্সিংয়ের শিক্ষার্থী মাহবুব হাসানের সভাপতিত্বে কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, নার্সিং এমন একটি পেশা, যা সাধারণ জনগণের স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এ পেশার সঙ্গে সম্পৃক্ত দক্ষ এবং উৎকৃষ্টরূপে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি নার্স বা সেবিকা নামে পরিচিত।
বিএনএমসি প্রদত্ত আমাদের লগবুকের ১৪ নং পৃষ্ঠায় কোড অব কনডাক্ট রুলস অ্যান্ড রেগুলেশনের ১নং পয়েন্ট অনুযায়ী ইন্টার্ন ভাতা উল্লেখ থাকা সত্ত্বেও আমরা কোনো ইন্টার্ন ভাতা পাচ্ছি না। আমরা আমাদের দাবি নিয়ে বারবার বিএনএমসি এবং ডিজিএনএম অফিসে আবেদন নিয়ে গিয়েও ইন্টার্ন ভাতা নিয়ে সৃষ্ট সমস্যার কোনো সমাধান পাচ্ছি না। তাই আমরা আমাদের এই ন্যায্য পাওনা আদায়ের দাবিতে ইন্টার্ন ভাতা বিষয়ে কোনো সুরাহা না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে।
এদিকে ডেঙ্গু পরিস্থিতিতে ইন্টার্ন নার্সদের কর্মবিরতিতে কিছুটা স্বাভাবিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে শত শত রোগী। তবে কর্তৃপক্ষ স্বীকার না করলেও হাসপাতালের কয়েক ওয়ার্ড ঘুরে দেখা গেছে একই চিত্র।
এইউ