দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বরগুনার তালতলীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে এক সেলুন কর্মচারীর বিরুদ্ধে। গুরুতর অবস্থায় আহত যুবককে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
ছুরিকাঘাতে আহত যুবক খুলনা জেলার দিঘলিয়া থানা এলাকার কুটিগ্রামের বাসিন্দা ইলিয়াস মোল্লার ছেলে।
অভিযুক্ত সেলুন কর্মচারীর নাম প্রেমাই চন্দ্র। তিনি বড়বগী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মহিলা মার্কেটের একটি সেলুন দোকানে কর্মচারী হিসেবে কাজ করে।
আহত শুকুর মোল্লা বলেন, তিনি তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বতিপাড়া এলাকায় পোনা মাছের ব্যবসা করেন। সেই সুবাদে সেলুন কর্মচারী প্রেমাই চন্দ্রের কাছে ৫০০ টাকার পোনা মাছ বাকি বিক্রি করেন। সেই টাকা চাইতে গেলে অভিযুক্ত সেলুন কর্মচারী অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করেন শুক্কুর মোল্লাকে। একপর্যায় চুল কাটার কাচি দিয়ে শুক্কুরের পেটে আঘাত করেন। এতে গুরুতর আহত হলে আশেপাশের দোকানদাররা শুক্কুরকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে তালতলী থানার (ওসি) শহিদুল ইসলাম মিলন বলেন, এক যুবকের ছুরিকাঘাতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এইউ