সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বগুড়ার শাজাহানপুরে বার্মিজ চাকুসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৩০ সেপ্টেম্বর) র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার রাতে উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই যুবকের নাম সাব্বির হোসেন। তিনি শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম এলাকার বাসিন্দা।
র্যাবের কোম্পানি কমান্ডার বলেন, গ্রেপ্তার সাব্বির শাজাহানপুর থানায় মারপিট ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্বিরকে বার্মিজ চাকুসহ গ্রেপ্তার করা হয়। গত ২৬ সেপ্টেম্বর রাতে সরকারি শাহ সুলতান কলেজের সামনে একজনকে ছুরিকাঘাত করা হয়। সেই মামলার প্রধান আসামি সাব্বির।
তিনি আরও বলেন, গ্রেপ্তার সাব্বিরকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হবে।
এইউ