সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছীনা বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে ১৩ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ১.২০ মিনিটের সময় একটি বন্ধ দোকান থেকে ধোয়ার কুণ্ডলী দেখতে পান। মুহূর্তে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট এসে কাজ কাজ শুরু করে। ইতোমধ্যে আগুনে লোকাল বাস কাউন্টার, ভাতের হোটেল, ওষুধের দোকান, চায়ের দোকানসহ মোট ১৩টি দোকান পুড়ে যায়।
নেছারাবাদ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম জানান, খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস এবং বানারীপাড়া ফায়ার সার্ভিস দুটি ইউনিট ছুটে গিয়ে কাজ শুরু করে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আমাদের এক ঘণ্টা সময় লেগেছে। রাত তিনটার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হই। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
জেবি